চট্টগ্রাম জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিজয় র্যালি করেছে গণঅধিকার পরিষদ। র্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর পোলোগ্রাউন্ড মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এতে মহানগরের বিভিন্ন থানা কমিটির সদস্য ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আমান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক লিমিয়া আক্তার, অর্থ সম্পাদক সেকান্তর সানি, সহ-প্রচার সম্পাদক মো. ইয়াসীনসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ। বিজয় র্যালিতে অংশগ্রহণকারীরা দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে স্লোগান দেন, যেমন: “তোমার দেশ, আমার দেশ—বাংলাদেশ, বাংলাদেশ”, “তুমি কে, আমি কে—বাংলালি, বাংলালি”, “ভারতীয় আগ্রাসন নিপাত যাক” এবং “গোলামি না, আজাদি—আজাদি, আজাদি”।বিজয় র্যালির মাধ্যমে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর একাত্তরের চেতনা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যয় ব্যক্ত করে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর