প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ১১:০৬ এ.এম
মহানন্দা ট্রেনে কাটা পড়ে নাচোলে মহিলার মৃত্যু

আঃ রহমান মানিক, সিনিয়র ষ্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার (৬৫) মৃত্যু হয়েছে। নাচোল উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা নামক স্থানে বুধবার আনুমানিক ভোর ৪:৪০ এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবত ভরসম্যহীন এই বয়স্ক মহিলাকে কাজলা বাজারে ও তার আশপাশে ঘোরা -ফেরে করতে দেখা গেছে। এলাকাবাসীরা বলেন, পুরাতন কাজলার রেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে লাইনের পাশে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাত বয়স্ক মহিলার লাশটি তারা দেখতে পায়।
আমনুরা রেলওয়ে জিআরপির ইনচার্জ এস আই মাইনুল হক বলেন, রেলওয়ে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেন। এছাড়াও তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মহিলাটির বয়স প্রায় ৬৫ বছর। আমরা সকাল সাড়ে ৮ টার সময় তার মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনী পদক্ষেপ সম্পন্ন করি এবং একটি ইউডি মামলা হবে বলে জানান জিআরপি ইনচার্জ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর