# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) “জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষের অবদান” এই বিষয় নিয়ে নওগাঁর মহাদেবপুরে বিলছাড়া আর সি পি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের সহযোগিতায় বিদ্যালয়ের সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ, প্রধান শিক্ষক হারুন অর রশিদ,সহকারী শিক্ষক তমিজ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল শ্রেণীর শিক্ষার্থীদের মঝে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি রাজু আহমেদ বলেনে, আমাদের দৈনন্দিন জীবনে গাছের প্রয়োজনীয়তা অপরিসীম আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন গ্রহন করি সেই অক্সিজেন সৃষ্টিকর্তা এই গাছের মাধ্যমে দিয়ে থাকেন আবার আমরা যে কার্বনডাই অক্সাইড ত্যাগ করি সেটা গাছ গ্রহন করে। তাই আমাদের বেশী বেশী গাছ লাগাতে হবে এবং এই গাছ বেড়ে উঠা পর্যন্ত যত্ন নিতে হবে। যে পরিমানে বন উজার কারা হচ্ছে বৃক্ষ নিধন করা হচ্ছে সেপরিমান রোপণ হচ্ছে না। সেকারনে প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। তাই আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই। আগামী পজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সবাই এগিয়ে আসি। পরে তিনি স্কুলের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।#