# ফজলুল হক, ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা দড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘাস চাঁষ করা হয়েছে। এতে মাঠ দখল থাকায় বিদ্যালয়ে খেলা ধুলা ব্যহত হচ্ছে শিশু শিক্ষার্থীদের। অন্যদিকে মাঠে ঘাঁস চাষ করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, বাৎসরিক টাকার বিনিময়ে বিদ্যালয়ের মাঠে ঘাঁস চাষ করতে দিয়েছেন প্রধান শিক্ষক।
এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলছেন, মাঠ লিজ দেয়নি একাধিক ব্যক্তি নাকি বিদ্যালয়ে জমি পায় তাই তারা মাঠে ঘাস চাষ করেছে। বিনিময়ে কোন অর্থ নেওয়া হচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে গিয়ে বিদ্যালয় মাঠে ঘাষ চাষাবাদ করার দৃশ্য দেখা মিলেছে। ওই বিদ্যালয়ে প্রবেশ মুখেই প্রধান ফটকের সাথের জমি শুরু করে মুল স্কুলের বারান্দার কাছাকাছি জমিতে গবাদিপশুর ঘাঁস আবাদের চিত্র দেখা গেছে। সেখানে অনেকটা জমি জুড়ে ঘাঁস রয়েছে। ঘাসের দুই দিকে সূতার জাল দিয়ে ঘেরা রয়েছে। বিদ্যালয়ের মূল ফটকের দিকেও বাশেঁর বেড়ার দিয়ে ঘেরা রয়েছে। বিদ্যালয়ের মাঠের জমিতে ঘাঁস থাকায় খেলাধুলায় বেশ বিড়ম্বনায় পড়েছে শিশু শিক্ষার্থীরা।
অন্যদিকে স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করে বলছেন, স্কুলে অবস্থানরত শিশুরা খেলাধুলা করতে পারেছেনা। প্রধান শিক্ষক মাঠে ঘাসের আবাদ করে রেখেছে। মাঠটি দ্রুত ফাঁকা করার দাবী জানিয়েছে শিক্ষার্থীসহ স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ের মাঠে ঘাঁস, শ্রেণীকক্ষগুলোতে রয়েছে নানান সমস্য। এগুলো নিরসনে প্রধান শিক্ষকসহ বিদ্যালয় কর্তৃপক্ষের কোন উদ্যোগে নেয়।
অপরদিকে স্থানীয় জালালসহ অনেকে বলেন, মাঠএক সময় ফাঁকা আছিন পুলাফাইন খেলত। এখন মাঠে ঘাঁস লাগাইছে তারা রুম থেকে বে হতে পারে না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী ছিদ্দিক জানান, বিষয়টি দু:খজনক খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জ্বল হোসেন বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর