বিশেষ প্রতিনিধি: কিডনি,ডায়াবেটিস ও মাইগ্রেনসহ জটিল রোগে ভুগে শেষমেষ স্বামীর বাড়ির শয়ন কক্ষে গলায় রশি দিয়ে আত্নহত্যার পথ বেছে নেন গৃহবধু। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বৃহসপতিবার (২৪ জুলাই) ময়না তদন্ত শেষে গৃহবধুর বাবার বাড়ির গ্রামে দাফন করা হয়েছে।
আত্নহত্যার চেষ্টাকালে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া নতুনপাড়া এলাকার মোহাম্মদ সাজেদুল হকের স্ত্রী, শিউলি বেগম (৩২) বুধবার (২৩ জুলাই’২৫) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে স্বামীর বাড়ির শয়ন কক্ষের তীরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে স্বামীর পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় গলার রশি কেটে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বেগতিক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। রাত সাড়ে ১২টায় রামেক হাসাপাতালে নেওয়ার পথে মারা যান গৃহবধু।
অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে বাঘা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠান। বৃহসপতিবার ময়না তদন্ত শেষে ওই গৃহবধুর বাবার বাড়ি চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামে দাফন করা হয়েছে। দুই সন্তানের জননী শিউলি বেগম এই গ্রামের রেজাউল করিম রেজু কশাইয়ের মেয়ে।
স্বামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কিডনি,ডায়াবেটিস ও মাইগ্রেনসহ জটিল রোগে ভুগছিলেন তার স্ত্রী। এ কারণে মানষিক সমস্যাতেও ভুগছিলেন, চিকিৎসাও চলছিল ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন,মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য স্বামীর বাড়ি থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর