মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা ও বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রি.) নওগাঁ জেলার মনিয়ারি ইউনিয়নে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মরহুমা নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশবাসীর জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামে এক অনন্য নাম। তাঁর আদর্শ ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দোয়া মাহফিলে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মনিয়ারি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। আল্লাহ তায়ালা যেন মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর