# নাহিদ জামান, রূপসা প্রতিনিধি। “ দেবী দুর্গা এ বছর মর্তে এসেছেন গজে, যাবেন দোলায়” পূজার উৎসব বিজয়া দশমী বিহিত পূজা সমাপনে বিসর্জন প্রশস্তা পূজার মধ্যে শেষ হবে। ষষ্ঠীর দিন সকালে ‘দুর্গা মায়ের’ মুখ উন্মোচিত করা হয় এবং এ সময় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে দেবীদুর্গা মণ্ডপে অধিষ্ঠিত হন।
রূপসায় স্বনাতন ধর্মাবলম্বীগন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৭৪টি মণ্ডপে প্রতিমা স্থাপন করেছেন। রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে ৭৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে আইচগাতী ইউনিয়নে ১০টি, শ্রীফলতলা ইউনিয়নে ৭টি, নৈহাটী ইউনিয়নে ১২টি, টিএসবি ইউনিয়নে ১১টি ও ঘাটভোগ ইউনিয়নে ৩৪টি মণ্ডপে পূজা আজ থেকে শুরু হচ্ছে দেবী-দর্শন, ভক্তদের অঞ্জলি। সন্ধ্যায় থাকছে আরতি। প্রত্যেকটি মন্দির এলাকায় প্রশাসনিকভাবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছেন প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু জানান- দেবী গজে (হাতি) পিঠে চড়ে আগমন অত্যন্ত শুভ আর দোলা (পালকি) গমন অশুভ শাস্ত্র অনুসারে মনে করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন জানান, যে সকল পূজা মন্দিরে সুরক্ষার ব্যবস্থা নেই, সেই সকল মন্দিরে নৈশকালীন পাহারা ব্যবস্থা আছে এবং প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে। পূজা শান্তিপূর্ণ সম্পন্নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে মনিটরিং সেল ও ভ্রাম্যমান টিম গঠন করা হয়েছে। আশা করি সকল সম্প্রদায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
আনসার ভিডিপি (অতিরিক্ত) কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জনান, রূপসায় অধিক গ্রুরুত্বপূর্ন ২৫টি মন্দিরে ৮ জন করে আনসার ও ভিডিপি নিরাপত্তার জন্য থাকবে। তাদের মধ্যে আনসার প্লাটুন কমান্ডার ১ জন, সহকারী প্লাটুন কমান্ডার ১ জন, তাছাড়া ভিডিপি পুরুষ সদস্য ৪ জন ও মহিলা সদস্য ২ জন থাকবে। তাছাড়া সাধারণ মন্দির গুলিতে ৬ জন করে নিরাপত্তার জন্য থাকবে। তাদের মধ্যে আনসার সহকারী প্লাটুন কমান্ডার ১ জন, ভিডিপি পুরুষ সদস্য ৩ জন ও মহিলা সদস্য ২ জন থাকবে। এ সকল সদস্যদের গত ২৭ সেপ্টেম্বর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে পূজার ৬ দিন দিবারাত্রে কঠোর প্রহর ও নিরাপত্তা বিষয়ে ট্রেনিং ও ব্রিফিং প্রদান করা হয় এবং উপযুক্তদের পূজার মন্দিরে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান আইন শৃঙ্খলা সম্পর্কে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের বিভিন্ন বিষয়ে অবহতি করেন। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বলেন- দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীরা যাতে প্রতিমা দর্শন করতে পারে, সে জন্য স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আনসার-ভিডিপি, টহল পুলিশ সহ সাদা পোশাকে পুলিশ, র্যাবের ভ্রাম্যমাণ টিম এবং সেনাবাহিনী মাঠে কাজ করবে বলে জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর