# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অজপাড়াগাঁয়ের বিলের মধ্যে প্রায় ৪ কিলোমিটার রাস্তার সৌন্দর্য বর্ধণে বনজ ও ফুলের গাছ রোপন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান মঙ্গলবার সকাল ১০টায় (০৯ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার সুরানপুর বিলভাতিয়া বিলের উভয়পার্শ্বের রাস্তার সৌন্দর্য বর্ধণে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সুরানপুর বিজিবি ক্যাম্প কমাণ্ডার নির্মল কুমারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।#