এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বে-সরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক-এর আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন কর্মসূচির আওতায় "স্থানীয় বৈশ্বিক পদক্ষেপে বয়স্ক ব্যক্তিবর্গ; আমাদের আকাঙ্খা আমাদের মঙ্গল এবং আমাদের অধিকার" প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা (৭ অক্টোবর ২০২৫) মঙ্গলবার ভার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের নেতৃত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভার্কের ঋণ কর্মসূচীর সহকারী পরিচালক মোঃ আরিফুজ্জামান, প্রবীণ ব্যক্তিত্ব মোঃ তোফোজ্জল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও মোঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, মোঃ হায়দার আলী রুমানসহ অন্যান্য সুধীজনেরা। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রবীণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাজেরা খাতুন। তিনি ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর মাধ্যমে প্রবীণ ও জনমানুষের চিকিৎসা, জনস্বাস্থ্য, বৃক্ষরোপণ, খেলাধূলা ও ঋণ সহায়তাসহ বিভিন্ন সেবাধর্মী প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন। অন্য বক্তাগণ, পরিবার-সমাজ ও জাতীয়ভাবে প্রবীণ ব্যক্তিদের গুরুত্ব, প্রভাব, জ্ঞান ও নির্দেশনার ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর