ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথভাবে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ সোমবার সকাল ১০টায় (১৪ জুলাই ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ফাতেমাতুজ্ জোহুরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যানগণ আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন।
"ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে পরিবার পরিকল্পনা পরিদর্শক ইউসুফ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ওমর ফারুক।
এছাড়াও উপজেলার ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের পরিদর্শকগণ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা অফিসের শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি এবং অন্যান্য কর্মকর্তাগণ। ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালনে আলোচনা সভায় উপস্থিত প্রধান ও বিশেষ অতিথি এবং পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা কর্মচারীগণের ও পুরস্কার তুলে দেয়ার দৃশ্য।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর