# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুপ্রক কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুপ্রক'র সহসভাপতি প্রফেসর মোঃ তাহাজ্জাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইখতিয়ার উদ্দিন, দুপ্রক সদস্য প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, আরেফা খাতুন, শাহনাজ খাতুন ও সিনিয়র সাংবাদিক ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ)। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজনেরা ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।
"রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" এ স্লোগানকে কেন্দ্র করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়। দুর্নীতি দমন কমিশনের অংগসংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)'র পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্ট প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ সকল সদস্যগণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর