# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ভোলাহাট উপজেলায় পরিদর্শনে এসে বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করেন। তিনি বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সকালে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, কৃষি মাঠ দিবসে অংশগ্রহণসহ অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও বাণ্ডিল প্রতি ৩ হাজার টাকার অর্থ সহায়তার চেক প্রদান করেন।
দিবসের প্রথমার্ধে বেশক'টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পরে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে "সাম্মাম ফল" প্রদর্শনী ও উৎসাহপ্রদাণ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ ইয়াসিন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার সাইদুর রহমানসহ উপজেলা কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও এলাকার কৃষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্ভাবনাময় অর্থকরী ফল "সাম্মাম ফল" ক্ষেত পরিদর্শনের পর জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ আলোচনা সভায় কৃষকদের কথা শুনেন এবং আমসহ অন্যান্য ফসলের বিকল্প হিসেবে "সাম্মাম" ফল চাষের আহবান জানান। এরপর জেলা প্রশাসক উপজেলা কৃষি দপ্তরের সামনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে ৪৫ জন কৃষকের মাঝে ৪৫ টি ব্যাটারিচালিত হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করেন।
উপজেলা পরিষদ চত্বরে ১৭ জন অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৭ বাণ্ডিল ডেউটিন ও বাণ্ডিলপ্রতি গৃহমজুরী বাবদ ৩ হাজার চেক প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নয়া পিআইও নায়েমা তাবাচ্ছুম শাহ, যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর