# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলা পরিষদ পুকুর ও মহানন্দা নদীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর মহানন্দা নদীতে পোনা অবমুক্ত করা হয়। অবমুক্ত পোনার মোট পরিমাণ ৩ শ' ১২ʼ৫ কেজি।
মৎস্য অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি থেকে মাছের পোনাগুলো অবমুক্ত করেন।
উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মন্ডল, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার (অতিরিক্ত দায়িত্ব), উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সবুজ আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, গণমাধ্যম কর্মীসহ মৎস্যজীবী ও মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর