1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
 আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ: আরইউজে যথাযোগ্য মর্যাদা পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিত বাঘায় শ্রদ্ধাবনত চিত্তে শহীদ বীর সেনানীদের স্মরণ খুলনায় গল্লামারীর বধ্যভূমিতে RANC এর শ্রদ্ধা নিবেদন ‎ ‎ মহান বিজয় দিবসে স্বপ্নচূড়া যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নাচোলে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম মহান বিজয় দিবস পালিত আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ​ সারা দেশের ন্যায় কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ভোলাহাটে জমিজমা বিরোধে প্রতিপক্ষের মোটরসাইকেল ভাঙচুর! থানায় মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

#এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমিজমা নিয়ে বিরোধে আক্রোশমূলক প্রতিপক্ষের মোটরসাইকেল ছিনতাই করে ভাঙচুর করা হয়েছে। এ প্রেক্ষিতে ভোলাহাট থানায় মামলা করলেও গড়িমোষি থানা কর্তৃপক্ষের, কিন্তু কেন? নিরাপত্তাহীনতায় রয়েছে ভূক্তভোগী, নিরাপত্তার জন্য আশ্রয় চেয়ে থানায় জিডি করতে গেলেও জিডি নিতে অপারগতা প্রকাশ থানা ডিউটি অফিসারের।

থানায় মামলা ও প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের খলসাকুড়ি গ্রামের মৃত সুলতান হোসেন ওরফে সান্টু সরদারের ছেলে আরিফুল ইসলাম মিঠু ও একই উপজেলা ও গ্রামের মৃত আনসার আলীর বখাটে ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে পিয়ার সেখ (৪০) উভয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত পূর্বের বিরোধ থাকে। প্রেক্ষিতে গত ৯ জুন ২০২৫ সোমবার আরিফুল মিঠু ইউএনও বরাবর লিখিত অভিযোগ করার জন্য উপজেলা পরিষদের উত্তর গেটে অভিযোগ লিখতে কম্পিউটারে গেলে প্রতিপক্ষ বখাটে পিয়ার সেখ জনসম্মুখেই নানা অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে ঝামেলা নিয়ে মিঠু তার মোটরসাইকেল রেখে ইউএনও অফিসে যায়। এরই ফাঁকে বখাটে পিয়ার সেখ সুযোগ পেয়ে মোটরসাইকেলটি একপ্রকার ছিনতাই করে নিয়ে যায় তার গ্রামে। সেখানে মোটরসাইকেল সম্পূর্ণ ভাঙচুর করে পাশেই থাকা নতুন ব্রীজের নিচে ফেলে রাখে।Open photo

সরজমিনে প্রত্যক্ষ করা গেছে। এদিকে মোটরসাইকেল মালিক আরিফুল মিঠু তার মোটরসাইকেলটি অনেক খোঁজ নিয়ে ব্যর্থ হলে স্থানীয় জনৈক ব্যক্তি বলে, আপনারা যার সাথে ঝগড়া করছিলেন, সেই নিয়ে গেছে মোটরসাইকেল।

মিঠু বখাটে পিয়ার শেখের ভয়ে অন্য রাস্তা দিয়ে বাড়ীতে এসে তার মোটরসাইকেলটি ব্রীজের নীচে ভাঙাচুরা অবস্থায় পড়ে থাকতে দেখে। উপায়ন্তর না পেয়ে মিঠু ঘটনার দিনই থানায় পিয়ারের বিরুদ্ধে মামলা করে। পরে মিঠু প্রতিপক্ষ পিয়ারের ভয়ে জিডি করতে চাইলে থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এসআই আবু বক্কর সিদ্দিক অপারগতা প্রকাশ করে বলে জানায় আরিফুল ইসলাম মিঠুকে।

এ ব্যাপারে মোটরসাইকেল ভাঙচুরকারী বখাটে পিয়ার সেখের সাথে যোগাযোগ করা হলে বলেন, আমি আওয়ামীলীগের দোষর ও শেখ রাসেল মঞ্চের ভোলাহাট উপজেলার শাখার সভাপতির ভাইয়ের মোটরসাইকেল ভেঙ্গেছি। এতে আমি কোনই অন্যায় করিনি এবং ভবিষ্যতে আরো এ ধরণের কাজ করবো বলে তিনি জোরগলায় বলেন।

ভোলাহাট থানায় মিঠুর দায়েরকৃত মামলার নিয়োজিত আইও এসআই মোঃ খাইরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি ঘটনাটি সত্য। পরে বাকী তদন্ত শেষে আইনানুযায়ী যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। মিঠুর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করার ব্যাপারে ঐদিনের কর্তব্যরত ডিউটি অফিসার এসআই মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, থানায় যেকোন একটা অভিযোগ-মামলা যদি করা থাকে, তাহলে আরেকটা বিষয় নিয়ে জিডি/অভিযোগ/মামলা গ্রহণ করা হয় না বলে তিনি জানান।Open photo

মোটরসাইকেল ছিনতাই করে ভাঙচুর করার ঘটনাকে কেন্দ্র করে বখাটে রফিকুল ইসলাম ওরফে পিয়ার সেখের ভয়ে আরিফুল ইসলাম মিঠু ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাহীনতায় ও বাড়ীতে এসেও বখাটে পিয়ার সেখ নানান হুমকি দিচ্ছে। তাই আমরা চরম ভয়ে ভয়ে রয়েছি বলে মিঠুর পরিবারের সদস্যগণ জানান এ প্রতিবেদককে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট