ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'২৫ খেলার ফাইনাল খেলায় উপস্থিত প্রধান অতিথি বক্তব্য রাখছেন।
# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ "খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় পাবলিক ক্লাব ফুটবল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির মুন্সী, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, আরডিও মোঃ সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আজমীর শেখ।
চূড়ান্ত পর্যায়ের খেলাশেষে অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সার্বিক তত্বাবধানে চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, বহুদিন ধরে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে ফুটবল গড়েনি। সে সাথে এখন উদীয়মান ছেলেরা মোবাইলে আশক্ত হলে আমার কাছে অনেক অভিযোগ আসলে এ খেলার আয়োজন করেছি।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ সুধীজনেরা।
চূড়ান্ত পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ একই ইউনিয়নের দু'টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ-১ বনাম ভোলাহাট ইউনিয়ন পরিষদ-২ ফুটবল দল। দু'দলের খেলায় ভোলাহাট ইউনিয়ন পরিষদ-১ ফুটবল দল ১-০ গোলে ভোলাহাট ইউনিয়ন পরিষদ-২ ফুটবল দলকে পরাজিত করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী ফুটবল দল ভোলাহাট-১কে ৩০ হাজার টাকার কার্ড ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিগণ। সে সাথে আজকের খেলায় অংশগ্রহণকারী ফুটবল টিমের খেলোয়াড়, দলের নেতা, ম্যানেজার ও কোচদের পুরস্কৃত করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর