#এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা সকাল ১০টায় (২৮ জুলাই ২০২৫) সোমবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সার্বিক পরিচালনা ও সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটি, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমস্যা-সীমান্তবর্তী মাদকসহ চোরাকারবারী, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম-মৃত্যু সনদের সচেতনতা বৃদ্ধি, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সমাধানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণকে ইউএনও’র প্রশ্নের যথাযথ জবাব ও সুরাহার জন্য তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সমাধানের পরামর্শ দেন। আইন-শৃঙ্খলা মাসিক আলোচনা সভাশেষে কিশোর- কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলার কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনা সভায় তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে মাসিক সমন্বয় সভার কাজ শেষ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আলোচনা সভাসহ অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার এসআই মোঃ আব্দুল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ সাইদুর রহমান ও চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ আব্দুল হালিম, সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়ন ভিত্তিক রেজিস্ট্রার কাজীগণ, এনজিও কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকগণ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
মাসিক আইন-শৃঙ্খলা ও অন্যান্য অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ও প্রশাসক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সভায় উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে বলেন, আমরা যারা এ সভায় উপস্থিত তাদের সবাইকে বর্তমান সরকারের লোক হিসেবে বিশেষ করে চেয়ারম্যানদের উদ্দেশ্য করে সরকারের হয়ে আপনাদের কাজ করার মনোনিবেশ করতে হবে।#