# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাত্র (১৯) মাসের শিশু কারিমা সোমবার বিকেল পৌনে ৪টায় (১৩ অক্টোবর ২০২৫) বিয়ের বরযাত্রীবাহী মাইক্রোবাসের নিচে চাপা পড়ে নিহত হবার খবর পাওয়া গেছে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুরের তিলোকী গ্রামের মোঃ কুরবান আলীর ছোট্ট শিশু কারিমা মা মোসাঃ মিম খাতুনের কাছ থেকে রাস্তার উপর খেলছিল। অপরদিক থেকে আসা বিয়ের যাত্রীসহ মাইক্রোবাসে শিশু কারিমা হঠাৎ করেই গাড়ীর নিচে পড়ে মারা যায় বলে জানা গেছে। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশের এস, আই মোঃ সুজাউদ্দৌলা ঘটনাস্থল থেকে শিশু কারিমাকে অচেতনবস্থায় স্থানীয় সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ জামিলা মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো বলেন, শিশু কারিমার মৃত্যুর ব্যাপারে ওসি স্যার যা ব্যবস্থা নিবেন তথা আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া বলে তিনি জানান।
অপরদিকে, শিশু কারিমার মৃত্যুর ব্যাপারে ঐ এলাকার সাবেক ওয়ার্ড মেম্বার ইসমাইল আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি বিয়ের যাত্রী ভর্তি মাইক্রো তিলোকীর ব্যাঙকাতী নামকস্থানে পাকা রাস্তার পাশে শিশু কারিমাকে নিয়ে মা মিম খাতুন দাঁড়িয়ে থাকে। শিশুটি মায়ের কোল হতে নেমে রাস্তার উপরে উঠে। এমন সময় অপরদিক থেকে আসা বিয়ের যাত্রীভর্তি মাইক্রোবাস ধীরে চললেও আচমকা শিশু কারিমা মাইক্রোর নিচে পড়ে গুরুতর আহত হয়। এমনাবস্থায় ভোলাহাট থানা পুলিশকে এ ঘটনার কথা জানানো হয়।
তিনি আরো জানান, পরবর্তীতে উভয়পক্ষ বসে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে তা মাইক্রোবাস মালিক ও ড্রাইভার মেনে নিবেন বলে মেম্বার ইসমাইল জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর