প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৪, ২:৫১ পি.এম
ভোট নেয়ার ফন্দি, বাঘায় শীতের কম্বল গরমে বিতরণ!

বিশেষ প্রতিনিধি: ষড়ঋতুর পালাবদলে এখন চলছে গরমের মৌসুম। জেষ্ঠ্য মাসে শীতের কম্বল বিতরণ নিয়ে অবাক হওয়ার কথা। তাই গরমে কম্বল বিতরণের বিষয়টি জানা জানি হলে শুরু হয় সমালোচনা। বিশেষ করে উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে কম্বল বিতরণের বিষয়টি এসেছে আলোচনায়। কেউ কেউ কম্বল প্রাপ্তিদের ছবিও তুলেছেন।
জানা যায়,শুক্রবার (২৪-০৫-২০২৪) নিজ বাড়িতে বসে বেশ কিছু দরিদ্র মানুষদের মাঝে ব্যক্তিগতভাবে কম্বল বিতরণ করেন বাঘা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন। যোগাযোগ করা হলে কম্বল বিতরণ করার বিষয়টি স্বীকার করেছেন মামুন হোসেন। তিনি জানান, গত শীত মৌসুমে বিরতণের জন্য কম্বলগুলো কিনেছিলেন। শারিরিক অসুস্থতার কারণে শীত মৌসুমে কম্বল বিতরণ করতে পারেননি। তাই আগামী বছরের কথা মাথায় রেখে এই কম্বলগুলো বিতরণ করা হচ্ছে। তা না করলে কম্বলগুলো নষ্ট হতো।
সাবেক ছাত্রলীগ নেতা স্থানীয় সুরুজ্জামান বলেন, শীত শেষে কম্বল বিতরণ, এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন,আগামী ৫জুন উপজেলা পরিষদ নির্বাচন। এ সময়ে উপহারের কম্বল বিতরণ হতে পারে অন্য কিছু। নাম প্রকাশ না করা শর্তে কম্বল পাওয়া কয়েকজন নারী বলেন, কম্বলটি আগে দিলে ভালো হতো। গত বছর শীতে অনেক কষ্ট পেয়েছি। এর পরেও কম্বল পেয়ে খুশি হয়েছেন অনেকে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর