শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় হতদরিদ্র এক দিনমজুর’র বসতবাড়ি ভাংচুর করে জমি দখল করেছে একদল দৃর্বৃত্ত। তারা কুষ্টিয়া আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ভাংচুর করে, ঘরের বেড়া উঠিয়ে দিয়ে, নেট বিছিয়ে ঘিরে ফেলে জমি দখল করে নেয়। ফলে ওই হতদরিদ্র’র বসতবাড়িতে প্রবেশ করার পথটুকুও দখল হয়ে যায়। এ ঘটনার সু-বিচার চেয়ে আদালতের দারস্ত হয়েছেন ওই দিনমজুর রবিউল আওয়াল।
সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ পশ্চিমপাড়া গ্রামে রমজান আলী কাজী রেকর্ডীয় আর এস ৫৮২ নং খতিয়ানের ৩৩১ দাগের ১৬ শতক এবং ৫৯২ নং খতিয়ানের ৬৪৬ দাগে ২৪ শতক সহ মোট ৪০ শতক জমি এবং স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে মারা যান। দিনমজুর পুত্র রবিউল আওয়াল এবং ভেড়ামারা উপজেলা যুব উন্নয়ন অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারী জহুরুল ইসলাম সহ ৩ ভাই প্রত্যেকেই ৭ শতক জমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। বোনেরা তাদের অংশে পান সাড়ে ৩ শতক জমি। মুক্তি রেহানা নামের এক বোনের অংশও দিনমজুর রবিউল আওয়াল কে দিয়ে দেয়। ফলে সাড়ে ১০ শতক জমির মালিক হন তিনি। বসতবাড়ির দক্ষিনে ৬ ফুট চওড়া পূর্ব পশ্চিম লম্বা পারিবারিক রাস্তা দিয়েই প্রধান সড়কে চলাচল করতো সকলেই। কিন্তু কুচক্রি, অর্থশালী এবং প্রভাবশালী ভেড়ামারা উপজেলা যুব উন্নয়ন অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারী জহুরুল ইসলাম বারবারই দিনমজুর রবিউল আওয়ালের জমি দখল করে নিতে মরিয়া হয়ে উঠে। এ বিষয়ে কুষ্টিয়া আদালতে ২০২৩ সালে একটি দেওয়ানী মামলা করে দিনমজুর রবিউল। যার নং ১৬৯/২০২৩।
ওই জমি দখলে নিতে গত ১৩ জানুয়ারী জহুরুল ইসলাম একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে বসতবাড়ি ভেঙ্গে, জমি দখলের চেষ্টা করে। এসময় দিনমজুর রবিউল আওয়াল কে হত্যার হুমকি সহ নানা রকম ভয়ভীতি দেখায়। এ ঘটনার একদিন পরেই দৃর্বৃত্ত জহুরুল ইসলাম এবং মাহাবুল ইসলামের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ চেয়ে কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে আবেদন করেন তিনি। বিষয়টি বিস্তারিত দেখে শুনে ন্যায় বিচারের স্বার্থে দেঃ কাঃ বিঃ আইনের ৩৯ অর্ডার ১ রুল ও ৯৪ ধারার বিধান মতে যাতে রাস্তা অতিক্রম করে বসতবাড়ি ভেঙ্গে, জমি দখল অতঃপর রাস্তা নির্মান করতে না পারে সেই লক্ষ্যে ওই দুই ব্যাক্তির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ধারী করে আদালত। যার স্বারক নং অঃ ম্যাঃ আঃ/৬৮২। মামলা নং ভেড়ামারা মিস্ ৩১১/২৫।
বিজ্ঞ আদালতের সেই অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৯ এপ্রিল সকাল ১১টার দিকে কুচক্রি ভেড়ামারা উপজেলা যুব উন্নয়ন অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারী জহুরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী জোর পূর্বক রবিউল আওয়ালের বসতবাড়িতে প্রবেশ করে বসতবাড়ি ভাংচুর শুরু করে। দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত ওই সন্ত্রাসী দলের সামনে কেউ যাওয়ার সাহস পায় নি।
এসময় তারা নির্বেঘেœ জমি দখল করে নেট বিছিয়ে ঘিরে ফেলে জমি দখলে নেয়। ফলে ওই হতদরিদ্র’র বসতবাড়িতে প্রবেশ করার পথটুকুও দখল হয়ে যায়। এ ঘটনার সু-বিচার চেয়ে আদালতের দারস্ত হয়েছেন ওই দিনমজুর রবিউল আওয়াল।#