মোঃ আলফাত হোসেনঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার সংলগ্ন ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক স্থাপিত এটিএম বুথটি অপসারণের পরিকল্পনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ভেটখালী বাজারের সামনে এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই বুথটি ভেটখালী ও আশপাশের এলাকার মানুষদের দীর্ঘদিন ধরে ব্যাংকিং সুবিধা প্রদান করে আসছে। বুথটি অপসারণ করা হলে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক পিএলসি’র ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এটিএম বুথটি বহাল রাখার অনুরোধ জানান। তারা আশা প্রকাশ করেন, ব্যাংক কর্তৃপক্ষ এলাকাবাসীর দাবি বিবেচনা করে বুথটি অপসারণের সিদ্ধান্ত থেকে সরে আসবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর