# মনিরুজ্জামান মনির, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাল্যবিবাহ প্রতিরোধে ইয়ুথ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন অফ চেন্স কিশোর-কিশোরীদের সেশন পরিচালনায় বিভিন্ন সমস্যার সমাধানে আলোচনা করা হয়। দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন, এসআর এইচ আর টেকনিক্যাল অফিসার, প্রতিমা রাণী রায়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি অফিসার, শরিফা জান্নাত, চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের কো-অরডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার সই ফেরদৌস আলম, ফিল্ড ফেসিলিটেটর শফিকুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান মনির, এফ কে আশিক, উপজেলা যুব সংগঠনের সভাপতি, আরিফুল ইসলাম প্রমূখ।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইয়ুথ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন অফ চেন্স কিশোর কিশোরীরা অংশ গ্রহন করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর