মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর ভদ্রা এলাকা থেকে ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, অপহরণ ও ধর্ষণের মূলহোতা মোঃ শিপন মিয়া (২১) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। র্যাব সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শিপনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাকের ব্যাগপ্যাক, মানিব্যাগ, এনআইডি কার্ড, বাস টিকিট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনার সূত্র প্রায় এক মাস আগে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের সাথে শিপনের পরিচয় হয়। নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে ভুয়া ছবি-ভিডিও দেখিয়ে সে ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে। পরবর্তীতে গত ৩১ আগস্ট সকালে রাজশাহী রেলস্টেশন থেকে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ঢাকায় নিয়ে যায় এবং সেখানে একাধিকবার ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবার জানতে পারলে কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ভিকটিমের বাড়িতে আনতে সক্ষম হয়। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিপন ভিকটিমকে নিয়ে বাড়িতে গেলে স্থানীয়রা র্যাবকে বিষয়টি অবহিত করে। র্যাব ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে শিপন স্বীকার করে যে, সে বিবাহিত ও সন্তানের জনক হওয়া সত্ত্বেও নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে একাধিক নারীকে প্রতারণা করেছে। তার মোবাইল থেকেও সেনা পরিচয়ে প্রতারণার নমুনা পাওয়া যায়। মামলা ও পরবর্তী ব্যবস্থা আটককৃত শিপনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
র্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রতারণা, সন্ত্রাস, মাদক ও নারী নির্যাতনের মতো অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর