সাহিত্যে সাংস্কৃতি প্রতিবেদক. খুলনা....
শ্রদ্ধেয় অতি প্রিয় মোঃ শেখ সাদী ভূঁইয়া স্যার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এবং খুলনায় দীর্ঘদিনের সাংস্কৃতিক অঙ্গনের সহযাত্রী মো: শেখ সাদী ভূঁইয়া আজ ভোরে না ফেরার দেশে চলে গেলেন। শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদজোহর খুলনা বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল জামে মসজিদ, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদআসর ইকবাল নগর মসজিদে। অতঃপর দাফন হয় বসুপাড়া কবর স্থানে। শেখ সাদী ভূইয়ার মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীরভাবে শোকাহত।
খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্র শিল্পী মিলন বিশ্বাস বলেন প্রত্যেকটা মানুষের পিতা-মাতার পরে শিক্ষকদের স্থান থাকে। বাড়ি থেকে শিল্পী হওয়ার উদ্দেশ্যে এসে যাকে সবচেয়ে বেশি সম্মান ও শ্রদ্ধা ভক্তি করতাম যার আদর্শ নিয়ে পথ চলতাম তিনিও আজ না ফেরার দেশে চলে গেলেন। খুলনা আর্ট একাডেমি পরিচালনা করতে গিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সবসময় স্যারের সহযোগিতা নিতেন। শিল্পী রাতে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। পরিবার থেকে তার মৃত্যুর নির্দিষ্ট কোন টাইম বলতে পারেনি।তবে ভোর চারটা থেকে ছয়টা এর মধ্যে মৃত্যু হয়েছে।অর্থাৎ মৃত্যুর সময় তিনি কাউকে বলে যেতে পারেনি শেষ কথাটা।স্ত্রীর কাছে দুটি সন্তানের দায়িত্ব দিয়ে চিরদিনের জন্য মায়ার জগত ছিন্ন করেছেন।
স্যারের বড় ছেলে ২০২৫সালে এস এস সি পরীক্ষা দিবে ছোট ছেলে অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়েছেন সৃষ্টিকর্তা যেন তাদের পিতা হারাবার কষ্ট সইবার মতো শক্তি দেন। স্যারের জন্ম তারিখ অনুযায়ী ৬০বছর ৪মাস ১দিন আমাদের মাঝে ছিলেন।
খুলনা আর্ট একাডেমির পরিবার গভীরভাবে শোকাহত কারণ খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাকালীন থেকে সব সময় স্যারের নির্দেশনা নিয়েই চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রতিষ্ঠান পরিচালনা করতেন এবং তিনি বলেন সৃষ্টিকর্তা যেন স্যারকে জান্নাত বাসী করেন। স্যারের সহধর্মিনী ও রেখে যাওয়া তাদের দুটি সন্তান এবং স্বজনরা যেন এই শোক কাটিয়ে পুনরায় সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন এমন প্রত্যাশা করেন খুলনা আর্ট একাডেমির পরিবার।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর