প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৫, ১:২১ পি.এম
ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায়না, হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয়না……

আব্দুর রহমান, নাচোল: গীতিকারের এ কথাটি ধ্রুব সত্য। সৃষ্টি কর্তা ১০০ টা ভালো বাসা সৃষ্টি করে ৯৯ টি নিজের কাছে রেখে মাত্র ১ টি সকল প্রাণীকে ভাগ করে দিয়েছেন। একভাগ ভালোবাসা থাকার কারণে মানুষ মানুষের জন্য জীবন দিতে ও কষ্ট বোধ করেনা।
মানুষ তো মানুষকে ভালোবাসাতেই পারে কিন্তু প্রাণীর প্রতি কত ভালোবাসা থাকলে মানুষ তার চির বিদায়ে এমন করে বুকভাঙা কান্না কাঁদতে পারে। ছাত্রকালে মহেশ গল্পটি তার প্রমাণ। ছবির দৃশ্যটি দেখে আমিও কেঁদেছি।
যে মানুষের মন,হৃদয়, মায়া মমতা আছে, সেই তো প্রকৃত মানুষ
আসুন আমরা প্রাণী সহ সকল সৃষ্টিকে সকলে আজীবন ভালোবাসি।হিংসা বিদ্বেষ, হানাহানি খুনাখুনি আজীবনের মত পরিত্যাগ করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর