বিশেষ প্রতিনিধি...................
ভারতে পাচারকালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীর সীমান্ত থেকে ৬ ককসিট ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার মুশিদপুর পদ্মা নদীর ঘাট থেকে স্থানীয়রা মাছগুলো আটক করে। পরে বাঘা থানার পুলিশকে খবর দেওয়া হলে সেখান থেকে মাছগুলো উদ্ধার করে থানায় আনা হয়। পরে মাছগুলো ছাড়িয়ে নিতে তদবির করেও কোন কাজ হয়নি।এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা করেছেন।
বাঘা থানার উপপরিদর্শক (এসআই) রাসেদ মিঞা বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ ককসিট ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এ মাছগুলো মুশিদপুর পদ্মা নদীর পার হয়ে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা।
এ সময় স্থানীয়রা জানতে চাইলে কৌশলে মাছ রেখে পালিয়ে যায় পাচারকারীরা। আড়ানী পৌর বাজারের ইলিশ মাছের আড়তদার বাবলু হোসেন বলেন, এক ককসিটে মাছ থাকে ২০ কেজি। তাহলে ৬ ককসিটে মাছ ছিল ৩ মণ। সোমবার (১৯ আগষ্ট) বাজারের এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ এক হাজার ৬৫০ টাকা।
এ বিষয়ে ওসি আবু সিদ্দিক বলেন, মাছগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। পুলিশ বাদি হয়ে মামলা করেছে। জড়িতদের সনাক্ত কওে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর