প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ১০:৫৯ এ.এম
ভারতে অবৈধ অনুপ্রবেশে বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর

মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : বিএসএফের হাতে আটকের পর নির্যাতনে মৃত্য বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম (৩৭) রবির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৩/৮-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বাখেরআলী পাড়া নামক স্থানে এক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত বাখেরআলী কোম্পানি কমান্ডার জেসিও-৮৮৯৩ সুবেদার মো. শহিদুল ইসলাম এবং ভারতের ৭১/বয়রাঘাট বিএসএফ কোম্পানি কমান্ডার এসআই বিষ্ণুদেব পান্ডের উপস্থিতিতে ভারতের জঙ্গীপুর থানা পুলিশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। পরে পুলিশ মরদেহটি নিহতের পিতা মো. নেজাবুলের কাছে হস্তান্তর করে। নিহত মো. রবিউল ইসলাম সদর উপজেলার -সূর্য নারায়ণপুর এলাকার সাতরশিয়া গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এক ক্ষুদে বার্তায় মরদেহ হস্তান্তরের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সীমান্ত পিলার ১৯/৭-এস এলাকা দিয়ে প্রায় ২ কিলোমিটার ভারতের অভ্যন্তরে নুরপুর এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে প্রবেশ করলে ৭১/নুরপুর বিএসএফের টহলদল তাকে আটক করে। পরে শারীরিকভাবে প্রহারের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানাধীন জঙ্গীপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একই দিন দুপুর ২টায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার দিকে ২০ /২২ জনের একটি দল ভারতে প্রবেশ করলে বিএসএফের ধাওয়ায় বাকিরা পালাতে সক্ষম হলেও রবি বিএসএফের হাতে আটক হয়। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর