নয়াদিল্লি থেকে এএফপি জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ শুরুর চার দিন পরও হামলা অব্যাহত থাকায় এবং ইরান পাল্টা হামলা চালানোর প্রেক্ষাপটে নয়াদিল্লি পক্ষ থেকে তেহরানে অবস্থানরত ভারতীয় ছাত্রদের শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেসব বাসিন্দারা নিজেদের পরিবহনের ব্যবস্থা করতে সক্ষম, তাদের শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
নয়াদিল্লি এই সতর্কবার্তা এমন এক সময়ে আসে যখন, ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবার উচিত অবিলম্বে ইরানি রাজধানী ত্যাগ করা।
নয়াদিল্লি আরও জানিয়েছে, কিছু ভারতীয় নাগরিককে ইরান-আর্মেনিয়া সীমান্ত দিয়ে সরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যা তেহরানের উত্তর-পশ্চিমে শত শত কিলোমিটার দূরে অবস্থিত।
পররাষ্ট্র মন্ত্রণালয় কতজন ভারতীয় এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইরানে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক বসবাস করছিলেন।
হাজার হাজার ভারতীয় নাগরিক ইসরায়েলেও অবস্থান করছেন। সেখানে তাদের জন্যও সতর্কবার্তা জারি করে ‘সতর্ক থাকার’ পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর