মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও পৌর বিএনপির আয়োজনে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ - ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই গণসমাবেশের আয়োজনে। শনিবার ১৫ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব,বিএনপি বলেন, বাংলাদেশ এক মাত্র দল জাতীয়তাবাদী বিএনপির দল। চলো জি ভাই আমরা পদ্মা বাঁচায়। তাই আমাদের তারেক রহমান এই হারুন ভাইকে এই আসনে মনোনয়ন দিয়েছে। এই হারুন এই আন্দোলন শুরু করেছে যত দিন না হবে আদায় চালিয়ে যাবে।
জনগণের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা পিআর বুঝেন বুঝেন না তাহলে আমাদের ভোটারে কিভাবে ভোট দিবে। জামায়াতে উদ্দেশ্য বলেন, আপনারাকে কেউ কেউ আর বিশ্বাস করে না কারণ পাকিস্তানের কথা মানুষ এখনো ভুলেনি অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি আমরা মুক্তিযুদ্ধা। ভারত পানি বন্ধ করে দিবে পিয়াজ বন্ধ করে দিবে সীমান্তে মানুষ হত্যা করবে এই দাদাগীরী আর দেখতে চাই না। এই ফ্যাসিস হাসিনা আপনাদের মামলা পুরিয়ে মেরেছে আর এই দেশে ডুকতে দিবে না আপনারা। পরে তিন আসনের এমপি মনোনীত পার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন।
বক্তব্য বলেন, ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী হারুন অর রশিদ। তিনি বলেন, “পদ্মা নদী একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।” বক্তব্য বলেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনীত সাবেক এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। তিনি বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়—ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।” বক্তব্য বলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী আমিনুল ইসলাম। তিনি বলেন, “এই আন্দোলন দলীয় নয়, এটি জনগণের জীবনের লড়াই। পদ্মা রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য পানি বণ্টনের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে পদ্মা আবারও প্রাণ ফিরে পাবে। মোঃ মিজানুর রহমান (মিনু),সাবেক এমপি ও সদস্য মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ, বক্তাব্য বলেন অবিলম্বে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের ব্যবস্থা গ্রহণ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শেষে “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” শ্লোগানে শ্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে, আর পদ্মা রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ হয় । এসময় বিএনপি দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর