রাজশাহী মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সেশনজট নিরসন আন্দোলনের সমন্বয়ক পরিষদ থেকে এ স্মারকলিপি প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিবের কাছে পাঠানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) নিয়ন্ত্রণ নিয়ে রাজশাহীতে জমিদারি প্রথা চালু করে। এখানকার স্বাস্থ্য-শিক্ষা খাত থেকে গ্রুপটি কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও অবহেলিত রাখে উত্তরাঞ্চলের জনগোষ্ঠীকে। গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রাম থেকে জনবল নিয়োগ দিয়ে পাঠিয়ে রক্তচোষা শুরু করে কোম্পানিটি। শুধুমাত্র রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং কলেজে ভর্তি ফরম বাণিজ্য করেই কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। এছাড়া জোরপূর্বক ফেল করিয়ে আদায় করা হত লাখ লাখ টাকা। এসবের প্রতিবাদ জানালে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দিয়ে স্টুডেন্টশিপ বাতিলের ভয় দেখানো হত। এমনকি শেখ হাসিনার আস্থাভাজন এবং আওয়ামী লীগ পরিচয়ে মামলা দিয়ে শিক্ষার্থীদের জেলে ঢুকানোরও ভয় দেখাতেন চট্টগ্রাম থেকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। এ নিয়ে দফায় দফায় মিটিংয়েও বসতেন তারা। এস আলম গ্রুপ থেকে বিদেশে পাচার করা কোটি কোটি টাকার মধ্যে রাজশাহী অঞ্চলের শত শত শিক্ষার্থীর কৃষক, ভ্যানচালক-রিকশাচালক ও শ্রমিক বাবার টাকাও রয়েছে।’
স্মারকলিপিতে আরও বলা হয়, ‘নার্সিং কোর্স সম্পন্ন করে হাসপাতালে ৬ মাস ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। ইন্টার্নশিপকালে আইবিএফ অধিভুক্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ৮ হাজার টাকা করে মোট ৪৮ হাজার ইন্টার্ন ভাতা দেয়া হয়। কিন্তু রাজশাহীতে এক পয়সাও ভাতা পান না নার্সিং শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ বৈষম্যের অবসান ও ভাতা চালুর জন্য কলেজের মাধ্যমে আইবিএফে আবেদন জানিয়েছেন। এরপর থেকেই তাদের হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এ নিয়ে তারা চরম আতঙ্কিত।’
এ বিষয়ে সমন্বয়ক রায়হান আলী বলেন, ‘হুমকির ঘটনা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। কলেজেরই কেউ হুমকি দেয়ানোর সঙ্গে জড়িত থাকতে পারে। অবশ্যই বৈষম্য দূর ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে, এগিয়ে যাবে নার্সিং প্রফেশন। হাসপাতালের সেবার মানও বৃদ্ধি পাবে।’ এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ কোনো কথা বলতে রাজি হননি। তবে কলেজটির একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘ভাতা চালু হতে সময় লাগবে। এখন চালু হবে না।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর