মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন। দেশে ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সবকিছু অনুকূলে থাকলে শুক্রবার যেকোনো সময়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে, যেখানে পূর্বেও তিনি চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দোয়া করছেন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর দেবীশংপাড়া এলাকায় বিএনপি পরিবারের আয়োজনে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের শিকার হয়ে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে গেছে। আমরা কামনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের পাশে দাঁড়াতে পারেন।
মিজানুর রহমান মিনু আরও বলেন, অবৈধ ও পতিত সরকারের কারণে আজ বেগম জিয়ার স্বাস্থ্য অবনতির শিকার। মিথ্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়, যেখানে প্রতিকূল পরিবেশে তাঁর অসুস্থতা আরও বেড়ে যায়। করোনাকালেও তিনি যথাযথ চিকিৎসা পাননি; তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ স্বৈরাচারী সিদ্ধান্তে উপেক্ষা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক বোয়ালিয়া থানা সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে, একই দিনের কর্মসূচির অংশ হিসেবে শালবাগানে বাদ যোহর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।#