শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ বৃহত্তর খুলনা ল’ইয়ার্স এন্ড জার্নালিষ্ট কাউন্সিল’ অসংখ্য আইনজীবী ও সাংবাদিক সমাজের উপস্থিতিতে খুলনা আইনজীবী সমিতি মিলনায়নে অ্যাড. এস.এম.মাসুদুর রহমানের সভাপতিত্বে ১৬ অক্টোবর বৃহষ্পতিবার নয়া সাংগঠনিক কমিটি গঠন করা। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও আজাদ বার্তা সম্পাদক অ্যাড. এম.মাফতুন আহমেদ। অতঃপর অ্যাড.এম.মাফতুন আহমেদকে প্রধান উপদেষ্টা, অ্যাড.নাহিদ সুলতানা ও অ্যাড.এস.এম.মাসুুদুর রহমানকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নয়া কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড.আবদুল্লাহ-আল-মামুন, সহ-সভাপতি অ্যাড মোস্তফা বিলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাড.আব্দুল হানিফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক-অ্যাড.আসলাম হোসেন, তথ্য ও অনুসন্ধানী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এস.এম জসীম উদ্দিন। উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন-বিশিষ্ট সাংবাদিক এস.এম.মাসুদুর রহমান(বার্তা সম্পাদক, সময়ের খবর),বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ইঞ্জি.সাজ্জাদ হোসেন, নাগরিক নেতা এস.এম দেলোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক শরীফ আহমেদ মোল্লা,বিশিষ্ট কলামিস্ট কাজী আবুল বাশার প্রমুখ।
সভায় প্রধান অতিথি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর