মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেনীচক, বেলাল বাজার, সুকুবাড়ী চৌডালা, চৌডালা পুরাতন বাজার, মাদ্রাসা মোড়সহ বিভিন্ন বাজারে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থেকে রাত পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পরিচালিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১"দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো কার্যক্রমটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোস্তাপুর,ভোলাহাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা, আহসানুল হক হলের সাবেক ভিপি (বুয়েট) ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ এর দিকনির্দেশনায়।
ইঞ্জিনিয়ার মাসুদ জানান, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে বড় ধরনের ভূমিকা রাখবে। এজন্য সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ সময় চৌডলার একটি বিএনপির অফিসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নিশ্চিতকরণ ও ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর