# এফ এম বুরহান: বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ‘আমাদের রূপসা’ ম্যাগাজিনের আয়োজনে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা।
'আমাদের রূপসা’ ম্যাগাজিনের প্রতিনিধি মুন্না হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সহ-সুপার মাওলানা শওকত হোসাইন। সাহিত্য আড্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার গাজী ইমামুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিকুর রহমান, মোহাম্মদ ইকবাল এবং মোসাম্মৎ খাদিজা। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব ইসলাম গাজী ইমামুল হক বলেন, “সাহিত্য মানুষের চিন্তার খোরাক জোগায়, আত্মার খোঁজ দেয়। শিক্ষক সমাজের মধ্যে সাহিত্য চর্চা এ ধরনের একটি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষকদের এমন আলোকিত অভ্যন্তরীণ চর্চাই একদিন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবে জ্ঞানের আলো।” সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক নানা আলোচনায় মুখরিত ছিল এই সাহিত্য আড্ডা ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর