# তরিকুল ইসলাম গোদাগাড়ী, রাজশাহী থেকে................................
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা এবং আরও এক শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে গর্জে উঠেছে বরেন্দ্র অঞ্চল। শুক্রবার (১৭ জুন) দুপুরের দিকে মাওলানা আবুল কালাম আজাদ ও আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ মানসুরুর রহমানের সভাপতিত্বে নবী প্রেমী বরেন্দ্র অঞ্চলের তাওহীদি জনতা মিছিলে মিছিলে কম্পিত হয় কাকনহাট এর বিভিন্ন স্থান ।
জুম্মা নামাজের পর দূপুর ৩ টার দিকে কাকনহাট বাজারের প্রধান সড়কের দুইপাশে দাড়িয়ে সর্বস্তরের মুসলমান ও সচেতন আলেম সমাজ এর ব্যানারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বরেন্দ্র অঞ্চলের আলেম-উলামাসহ শত শথ নবিপ্রেমী জনতা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ মানসুরুর রহমান , আসক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা জোনাল কমিটির সভাপতি প্রফেসর মোঃ আবু বাশির, হাফেজ মাওলানা মোঃ শাফিউল ইসলাম সাফি, মাওলানা খান মোহাম্মদ তারিক, মাওলানা আবুল কালাম আজাদ সহ প্রমুখ।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিটি মুসলমানের নিজের জীবনের চাইতেও প্রিয় নবী (সাঃ)-এর প্রতি মহব্বত রয়েছে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে নবী মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অপমানজনক বক্তব্য কোনো একজন মুসলিম সহ্য করতে পারে না। তাই ভারতে সম্প্রতি সে দেশের সরকারদলীয় দুই নেতার বক্তব্যে বিশ্বের মুসলিম ফুঁসে উঠেছে। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।
বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, উগ্র ও সন্ত্রাসী মনোভাবাপন্ন ভারতের সঙ্গে সকল অর্থনৈতিক এবং কুটনৈতিক সম্পর্ক বন্ধ করুন। এতে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচয় ও স্বীকৃতি বজায় রাখবে বাংলাদেশ।পাশাপাশি সকল বক্তা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করেছেন তিনি যাতে অতি দূত সংসদে এই বিষয়ে নিন্দা প্রস্তাব উৎপন করেন।#
আরজা/০৬
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর