সবুজনগর অনলাইন ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
গতরাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে।
লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে স্কটল্যান্ড। সারাহ ব্রেইস ৫৮, ডার্সি কার্টার ৫৫ এবং ক্যাথেরিন ফ্রেজার অপরাজিত ৫২ রান করেন।
২২ রানে ২ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার রিতু মনি। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার-ফারিহা তৃষ্ণা-নাহিদা আকতার-সানজিদা আকতার মেঘলা ও ফাহিমা খাতুন।
জবাবে ৫৩ রানের সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৪ বলে ২৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ফারজানা হক ও শারমিন আকতার। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফারজানা ৪৯ বলে ৪৮ এবং শারমিন ৬১ বলে ৪৭ রানে আউট হন।
চার নম্বরে নেমে ৮ রানে ফিরেন অধিনায়ক নিগার সুলতানা। ১৫৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে ৮৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নেন সোবহানা মোস্তারি ও রিতু মনি। ব্যক্তিগত ৩৪ রানে রিতু থামার পর দিলারা আকতারকে নিয়ে ৫১ বল বাকী রেখে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন সোবহানা।
৬টি চারে ৫৩ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সোবহানা। ১০ রানে অপরাজিত ছিলেন দিলারা।
আগামীকাল আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর