মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ এ অক্টোবর) বিকেলে থেকে রাত পর্যন্ত অবস্থানরত পূজা মণ্ডপকে আনন্দময় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং এই পূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ দুই সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী – ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।
নাচোল উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ , পূর্ব নেজামপুর রাধা গোবিন্দ দুর্গা মন্দির, হাটবাইল দুর্গা মন্দির ও ও গোমস্তাপুর উপজেলার কাঁঠাল চাঁদপুর দূর্গা মন্দির ও রহনপুর পৌর এলাকার এস্টোস দুর্গা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি ধর্মাবলম্বীদের কাছে তার জন্য দোয়া কামনা করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার মাসুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে পূজা মন্ডপে সামান্য কিছু উপহার প্রদান করেছি। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে সর্বক্ষণ আছি এবং থাকবো। আমরা হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই-ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোন ভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি মাধ্যমে মঙ্গল কামনা করেন।#