প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ৯:১৪ এ.এম
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী পালন

# রফিকুল ইসলাম সুজন রানীশংকৈল প্রতিনিধি:
"মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান " প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাম্যের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে।
রবিবার(২৫মে) সন্ধ্যায় ডিগ্রি কলেজ হলরুমে ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মাসুদুল হক। এছাড়াও আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ।
আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানে অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে বরণ করা হয়। শেষে শিল্পী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর