# নিজস্ব প্রতিবেদক................................
বিদায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও তাঁর সহধর্মিণী মিসেস রাশিদা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও তাঁর স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
সৌজন্য সাক্ষাতের পর অনুভূতি প্রকাশ করে ডা. অর্ণা জামান বলেন, ‘বিদায়ী রাষ্ট্রপতি মহামান্য মোঃ আবদুল হামিদ, তাঁর সহধর্মিণী মিসেস রাশিদা খানম ও তাদের পরিবারের সদস্যদের সাথে আজ সারাটা দিন বেশ সুন্দর কেটেছে। আমার দাদা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা-কে খুব কাছে থেকে তিনি দেখেছেন, জানেন এবং সেই সময়ের গল্প গুলো শুনছিলাম মহামান্যর কাছ থেকে। আত্মিক বন্ধনে অন্যরকম এক ভালবাসায় আবদ্ধ আমরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর