# মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী................................................
সোমবার বিকেলে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ মেলা উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি কে কিভাবে আরো সামনে আগানো যায় সেদিকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে ,এ দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে ।
প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা আরও বলেন, চুরি, ডাকাতি ও যেকোনো অপরাধ করে , এক জায়গা হতে অন্য জায়গায় চলে গেলেও প্রযুক্তির মাধ্যমে এগুলো আমরা ধরতে পারি , যে যেকোনো ব্যক্তি অপরাধ করুক না কেন প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত আমরা দড়িতে পারি , কেউ যদি আমাদের নরসিংদী জেলা থেকে চুরি, ডাকাতি বা বিভিন্ন অপরাধ করে অন্য জেলায় চলে গেলেও আমরা প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ধরিতে পারি ,প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। এ দেশকে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আজকের এই প্রযুক্তি মেলায় যাহারা উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। বিভিন্ন স্কুল ,কলেজ থেকে আজকের এই অনুষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা এসেছে তাদেরকে আমরা সহযোগিতা করলে এ দেশ আরো এগিয়ে যাবে ।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ সজীব মহোদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন নাজির, এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর