প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৯:১৬ এ.এম
বিজিবির উদ্যোগে শিবগঞ্জ সীমান্তের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে শনিবার সকাল ১১টায় কিরণগঞ্জ বিওপি সংলগ্ন কিরণগঞ্জ ঈদমাঠে সীমান্ত এলাকার অসহায় শীতার্ত ৩০০ পরিিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর