নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়নে ব্রীজ করে দিলেন থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালী। নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী উত্তর পশ্চিমপাড়া এলাকায় খালের উপরে লোহা এবং কাঠের সমন্বয়ে দুইটি ব্রীজ নির্মাণ করেন বিএনপি নেতা শামীম আহমেদ ঢালী।
রবিবার (২২ জুন) বিকালে কদমতলী উত্তর-পশ্চিম পাড়া এলাকায় নির্মিত ব্রীজ দুইটি উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শামীম আহমেদ ঢালী এলাকাবাসীকে নিয়ে ব্রীজ উদ্বোধন করেন।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালীর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মো: রকিব, মো: শহিদ, মো: আশরাফ, ইব্রাহীম, মো: মাসুদ, আমির হোসেন কুট্টি, রানা, নাসির, সিরাজ, মিরাজ, আয়ুব আলী মুন্সী, বাদল, মোবারক হোসেন, ওমর ফারুক, ৭ নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি সাগর বাবু, সাবেক সাধারণ সম্পাদক আসিফ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন, আল-আমীন, শাহ আলম, অন্তর,শুভ, দিগন্ত ও তাসিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
শামীম আহমেদ ঢালী তার বক্তব্যে বলেন, এলাকাবাসীর আহ্বানে আমি আমার অর্থায়নে দুইটি ব্রীজ নির্মাণ করেছি। আগামী দিনেও এলাকাবাসীর উন্নয়নে আমি তাদের পাশে রয়েছি।এলাকাবাসীকে সাথে নিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যেতে চাই।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কদমতলী উত্তর-পশ্চিম পাড়া এলাকার কয়েক হাজার বাসিন্দা কয়েকটি বাঁশের সাঁকু দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাফেরা করতো। আর এসব সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে বাসিন্দারা দূর্ঘটনার কবলে পড়তো। তাই এলাকাবাসীর ভোগান্তি লাগবে এগিয়ে আসেন শামীম আহমেদ ঢালী। নিজ অর্থায়নে তৈরী করে দেন দুইটি ব্রীজ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর