সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ থানার বিএনপি'র সাবেক যুগ্ন সম্পাদক গাজী মনির হোসেন বলেছেন, আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হলো শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। তারাই দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাদের নিরবচ্ছিন্ন পরিশ্রমের মধ্যেই নিহিত রয়েছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। শুধু তাই নয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মেহনতি মানুষের মহিমান্বিত আত্মত্যাগের ইতিহাস প্রজান্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণার চিরন্তন আলোকবর্তিকা হয়ে থাকবে। মহান মে দিবসে সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি রইলো আমার শ্রদ্ধা ভালোবাসা আর প্রাণঢালা শুভেচ্ছা।
মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে একান্ত সাক্ষাৎকারে তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ শাসনামলে মানুষের গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি শ্রমিকের অধিকারও হরণ করা হয়েছিলো। তারা শ্রমজীবী মানুষের জীবিকার ওপরে একের পর এক আক্রমণ পরিচালনা করে তাদের ভাতের অধিকারও হরণ করেছিলো।
পক্ষান্তরে তারা এর প্রতিবাদ করলে পুলিশ বাহিনী দিয়ে তাদের কন্ঠচেপে ধরা হতো। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলতে পারি, বিএনপি ক্ষমতায় গেলে সবার আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করা হবে। তাদের অবহেলিত জীবন থেকে মুক্ত করা হবে। শ্রমিকের ন্যায্য অধিকারের প্রতি গুরুত্ব দিয়ে তাদের সম্মান প্রতিষ্ঠা করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর