স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী : বিএনপির মধ্যে সুকৌশলে আওয়ামী অনুপ্রবেশকারী দের কোনভাবেই স্থান দেওয়া হবেনা বলে জানিয়েছেন, বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি। রাজাপুর বাজারে বুধবার সকালে বের করার্ ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষনের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী ও বড়াইগ্রাম উপজেলার সীমন্তবর্তী গোপালপুর ইউনিয়নের ছয়নম্বর ওয়ার্ড ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাবউদ্দিন মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক , ইউসুফ আফ্রিদি, উপজেলা যুবদলের সদস্য সচীব আরিফুল ইসলাম খান কানন, উপজেলা যুবদরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল,বড়াইগ্রাম পৌর যুবদরের সভাপতি আব্দুল খালেক সরকার,নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল আল মামুন লিটন,বড়াইগ্রাম উপজেলা ছাত্রদরের আহবায়ক জাহিদ হাসান বিপুল.সাধারণ সম্পাদক শাহীন খান ও গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রতন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর