প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২২, ১০:৫৬ এ.এম
বিএনপির নেতা নিহত হওয়ার ঘটনায় রাজশাহীতে গায়েবানা জানাযা আদায়

নিজস্ব প্রতিবেদক.................................
ভোলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রাজশাহীতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) এই গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে মহানগর বিএনপি।
আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর মনিচত্বর এলাকার সিটি টাওয়ারের অস্থায়ী মসজিদে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় মহানগর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্যা অঙ্গ সংঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
এসময় জানাজার নামাজ শেষে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ইশা বলেন, লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে চলাকালিন বিনা উস্কানিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে স্বেচ্ছাসেবক দলের আবদুর রহিম নিহত হন। এই ফ্যাসিবাদী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজকে গায়েবানা জানাযা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া মঙ্গলবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে রাজশাহীর বিএনপির নেতাকর্মীরা বলে বিএনপির এই নেতা জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর