# বিশেষ প্রতিবেদক..........................................................
বিএনপির ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনেও রাজশাহীতে এর কোনো প্রভাব পড়েনি। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে ছিল নিত্যদিনের মত যানজট।এছাড়া অবরোধে আন্তঃজেলা বাস,ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা সব রুটের বাস ছেড়ে গেছে। সড়কে চলছে সিএনজি,রিক্সা, অটোরিক্সাসহ অন্যান্য পরিবহণ।
সকাল থেকে দোকানপাট ও অফিস আদালত খোলা সড়কে মানুষের উপস্থিতি ছিল প্রতিদিনের মতো স্বাভাবিক।
সরেজমিনে নগরীর সাহেববাজর,মনি চত্বর,লক্ষিপুর,কামরুজ্জামান চত্বর(রেল গেট), ভদ্রা, তালাইমারি, কাজলা এলাকা ঘুরে যানজট দেখা যায়।
মনিচত্বর এলাকায় কথা হয় রিকশাচালক সুলতানের সাথে।তিনি বলেন, অবরোধে ঘরে বসে থাকলে তো পেট ভরবে না। তাই ভোরেই রিকশা নিয়ে বেড় হয়েছি। দু-একদিনের তুলনায় আজ সড়কে যানজটের পরিমাণ বেশি।
রাজশাহী মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের সার্জেন্ট তোফায়েল বলেন, সকাল থেকে সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সর্বোচ্চ কাজ করছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর