বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌর এলাকার উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর আওতায় নগর পরিচালন ও অবকাঠামো প্রকল্প (আইইউজিআইপি)’র এগারো কোটি টাকার প্রাক্কলন ব্যয়ে পাঁচটি কাজের উদ্বোধন করা হয়েছে। যার চুক্তি মূল্য ৮ কোটি টাকা। মোট কাজের ৩৭শ ৮৯মিটার কার্পেটিং ও আরসিসি রোড রয়েছে। এছাড়াও পঁচাত্তর মিটার ব্যানাসাইটিং, ১১০ মিটার রিটেইলিং ও ১৩৬০ মিটার আরসিসি ট্রেন এর কাজ করা হবে।
সোমবার (২-০৭-২০২৫) দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার, কাজের গুনগত মান বজায় রেখে এই প্রকল্পটি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে আহ্বান জানান। যাতে করে জনগনের কাজে লাগে।
তিনি বলেন, প্ল্যানিং কিংবা স্বদিচ্ছার অভাবে বিগত সময়ে নিম্নমানের কাজ হয়েছে । আমরা চাই না তার পুনরাবৃত্তি করতে। পরবর্তী কাজগুলো সুষ্ঠু ও সুন্দর হোক, ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে এই প্রত্যাশা করছি। এজন্য সার্বিক সহযোগিতার কথা বলেন ইউএনও। তিনি আরো জানান, আইইউজিআইপি প্রকল্পের আওতায় বাঘা ঈশ্বরদী সড়কের মাজার গেট থেকে মাজার পর্যন্ত ও বাঘা মেডিকেল রোডের ইসলামী একাডেমী হয়ে মাজার দিঘির পাড় পর্যন্ত যাতায়াতের রাস্তার কাজ করা হবে।
তিনি আরো জানান, পৌরসভার দায়িত্ব গ্রহণের পর জেনেছেন, কর্মকর্তা-কর্মচারীদের ৬/৭ মাসের বেতন বাকি ছিল। যা বর্তমানে দুই মাসে আনা হয়েছে। পৌরসভার বিদ্যুৎ বিল রানিং পর্যায়ে। পৌরসভার সেবা প্রত্যাশীদের বলেন, অনেক সময় বিদ্যুতের লাইনে দেওয়া বাল্ব গুলো বন্ধ থাকে। সেক্ষেত্রে অবহিত করলে লাইট লাগানো যাবে।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, বাঘা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডাক্তার আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক কাউন্সিলর রোকনুজ্জামান মিঠু, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, ঠিকাদার রবিউল ইসলাম।
পরে আফজাল আমিনের বাড়ি হয়ে মৃত হাবিল উদ্দীনের বাড়ি পর্যন্ত চাকিপাড়া যাতায়াতের রাস্তার কাজের শুভসূচনা করেন ইউএনও। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাঘা কেন্দ্রীয় গোরস্থান মসজিদের ইমাম মাওলানা মফিজুল ইসলাম।
উপস্থিত ছিলেন,সাবেক কাউন্সিলর মমিন উদ্দীন,প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদুল হকসহ এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।#