বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী (রইস) হিসেবে মঙ্গলবার (১৩-০১-২০২৬) দায়িত্ব গ্রহণ করেছেন খন্দকার আনোয়ারুল ইসলাম দিলীর । পারিবারিক সুত্র ধরে ১৬তম মোতওয়াল্লী হলেন তিনি। আনোয়ারুল ইসলাম দিলীর,বাঘা উপজেলার বাজু বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত খন্দকার সাইফুল ইসলাম ওরফে চাঁদ মিঞার ৩ছেলে ও ২ মেয়ের মধ্যে জ্যেষ্ঠ ছেলে এবং বাজু বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুনের সহোদর ভাই।
মামুন জানান,এর আগে ১৫তম মোতওয়াল্লী ছিলেন খন্দকার মুনসুরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, ওয়াকফ এস্টেটের প্রশাসনিক কার্যালয় থেকে মোতওয়াল্লী হিসেবে আদেশপ্রাপ্ত হয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। এছাড়াও সুশীল সমাজের স্থানীয় ব্যক্তিবর্গ যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের আশাবাদ ব্যক্ত করেছেন ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর