মঙ্গলবার (৮এপ্রিল’২৫) সকাল সাড়ে ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (অঃদা) সাকিব-উল মওলার সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা মাহফুজা খানম এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন দলনেতা মাইনুল ইসলাম।
বক্তব্যকালে বিদায়ী অফিসার প্রশিক্ষক রাজন বলেন, দীর্ঘ ৯ বছর উপজেলায় চাকরির সুবাদে আপনাদের সাথে ছিলাম। আমি বিদায় নিচ্ছি কিন্তু আমার শাসন,সোহাগ ও ভালবাসা রেখে গেলাম। বিদায়কালে আপনাদের ভালবাসায় আমি সিক্ত হলাম। জীবদ্দশায় যেখানেই থাকি বিদায়ের এই স্মৃতি আপনাদের কথা আমাকে সব সময় স্বরণ করিয়ে দিবে। যে কোন সময় যোগাযোগ করলে আমাকে আপনাদের মাঝে পাবেন। আপনারা দেশ ও জনকল্যাণে আপনারা ভ’মিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।
সহকর্মীরা বলেন, যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। স্যারের দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।
স্বাগত বক্তব্য দেন-উপজেলা কোম্পানী কমান্ডার আব্দুস সাত্তার। স্নৃতিচারণ করে বক্তব্য দেন-সহকারি কোম্পানী কমান্ডার এনারুল ইসলাম।
অন্যান্যর মধ্যে বক্তব্য দেন- উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা,সাবেক উপজেলা প্রশিক্ষিকা তহুরা বেগম, ওয়ার্ড দলনেতা আসাদুজ্জামান , ওয়ার্ড দলনেত্রী মোসাঃ পলি খাতুন।
উপস্থিত ছিলেন ওয়ার্ড দলনেতা দলনেত্রী কোম্পানি কমান্ডার আনসার ও ভিডিপি সদস্য বৃন্দ। পরে বিদায়ী অফিসারকে সন্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়। #