বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় হাট-বাজারে বিক্রি করা অবৈধ জালগুলো জব্দ করে জনসন্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ভ্রাম্যমান আদালতে দুইজনের ২হাজার টাকা জরিমানা করা হয়। ১৫০ পিচ কারেন্ট জালসহ ১০ পিচ চায়না দুয়ারি জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার তাদের জরিমানা করেন।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল ১০ টায় বাঘা পৌরসভার বাঘার হাট বাজারে উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে । উপস্থিতি ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা মৎস্য অফিসার তহুরা হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী শাহরিন আক্তার ইভাসহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন , পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না জালসমূহ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই ধরনের অবৈধ জাল মাছের ডিম, পোনা ও ছোট মাছ নিধনে ব্যাপক ভূমিকা রাখে, যা আমাদের প্রাকৃতিক মাছের উৎপাদনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে।
উপজেলা মৎস্য অফিসার তহুরা হক জানান, মাছের উৎপাদন ধ্বংস না করার স্বার্থে সরকারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৬ আগষ্ট) আড়ানী পৌর বাজারে ভ্যাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ১ লক্ষ টাকা মল্যের ১০০ পিচ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য অফিসার তহুরা হক। ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর