বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে থাকা পরিচয়বিহীন ৫০ বছর বয়সের সেই ব্যক্তি মারা গেছে। বুধবার (১৮/০৬/২০২৫ইং) দুপুরে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা তাকে পাগল হিসেবে জানতেন। থাকতেন বিনোদপুর বাজারের সরকারি বিল্ডিং এর বারান্দায়। মঙ্গলবার(১৭-০৬-২০২৫) দিবা-গত রাতের কোন এক সময়ে সেখানেই মারা যান বলে ধারনা স্থানীয়দের।
ওই বাজারের সবুজ সাথী বস্ত্রালয়ের মালিক মো: সজিব জানান, প্রায় ৮ মাস ধরে বাজারে ছিল। চা ব্যবসায়ী লালন জানান, সকালে তিনি তার স্টলে এসে দেখেন পরিচয়বিহীন বাজারে থাকা লোকটি মরে পড়ে আছে। বাজার কমিটির সভাপতি মামুন হোসেনকে বিষয়টি অবগত করেন। মামুন হোসেন জানান, বিষয়টি ইউএনও ও থানাকে অবগত করেন। পরে ইউএনওর প্রতিনিধি ও বাঘা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেখান থেকে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল এ প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান জানান, পরে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে সনাক্তের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর